• রাজশাহী বিভাগ

    মহাদেবপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ১০:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

    মহাদেবপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

    এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি:

    ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নওগাঁর মহাদেবপুরে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. খুরশিদুল আলম। আনসার ভিডিপি অফিসার সেলিনা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো. আব্দুর রশিদ প্রমূখ। সর্বোচ্চ রাজস্ব সিডিএফ প্রদান করায় সাতরং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক মো. সোহেল রানা, আকজ বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. লতিফুল বারী, বরেন্দ্র মাল্টিপারপাস কো আপারেটিভ সোসাইটির পরিচালক মো. হাফিজুর রহমান ও রুপান্তর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর পরিচালক মো. তৌফিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ