• Uncategorized

    মতলব উত্তর মোহনপুর ইউনিয়নে জিআর চাল ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৬:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

     

    মো.তুহিন ফয়েজঃ- মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদে (১৮আগস্ট মঙ্গলবার ) সকালে প্রাকৃতিক দূর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬শত জন অসহায় পরিবারের মাঝে ৬ মেট্রিক টন জিআর চাউল, প্রধানমন্ত্রীর উপহার ৭০ পেকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

    চাউল ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার মোহাম্মদ মাহফুজ মিয়া,
    মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হাই প্রধান,মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: নুরুল হক,ইউপি সচিব মো: জসিম উদ্দিন ৷

    চাল ও খাদ্যসামগ্রী বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন-
    দেশের বন্যা দুর্গত এলাকায় দুর্দশনায় পড়া মানুষের জন্য ত্রাণের যেন ঘাটতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
    কোনোভাবেই মানুষের যেন কোনো ক্ষতি না হয় এবং রিলিফের যেন কোনো ঘাটতি না হয়। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করেন, মানুষের পাশে তাদের থাকতে হবে।

    প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সবসময় ছিলেন এবং এখনো আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যখন যা দরকার তাই দিচ্ছে সরকার ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত একজন লোকও না খেয়ে থাকবেনা ৷

    বক্তারা আরও বলেন,করোনা ভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে।
    পরিবারের সদস্যগণ এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে৷

    এ সময় উপস্থিত ছিলেন,মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, মোহনপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন,মোরশেদ আলম সরকার ,গোলাম হোসেন, হুমায়ুন আহমেদ,হোসেন প্রমানিক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিরিন আক্তার, ইউপির ইউডিসিউদ্যােক্তা রেজাউল করিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ