• Uncategorized

    মতলব উত্তর এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ১১:৫৯:৩১ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ:

    মতলব উত্তর উপজেলার এখলাছপুর   ইউনিয়ন পরিষদে  (২২ )  অক্টোবর বৃহস্পতিবার  সকালে নিবন্ধিত  জেলেদের মাঝে ভিজিএফ এর  চাল বিতরণ করা হয়েছে। 

    ৮শত  ৬ জন তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে ২০ কেজি হারে ১৬ মেট্টিক টন চাল বিতরণ করা হয়।চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যগ অফিসার মোঃ  জাবেদ, এখলাছপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোছাদ্দেক হোসেন মুরাদ, ইউপি সচিব করিম আহমদ দীপু ৷

    চাল বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,সরকার “মা ইলিশ নিধন প্রতিরোধ কার্যক্রম” বাস্তবায়নে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ  খাদ্যশস্য বরাদ্দ করেছেন ৷ বৃহত্তর স্বার্থে তা আপনাদের মেনে চলতে হবে। আজকের মা ইলিশ নিধন করা নাহলে আগামী দিনে এই মা ইলিশ ডিম পাড়ার পর  আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের চাঁদপুরের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।

    এ সময় উপস্থিত ছিলেন-  এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি মোঃ লিটন সরদার, এখলাছপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মজিবুর রহমান,মিন্নত আলী বেপারী,মোশারফ হোসেন,জাহাঙ্গীর আলম , জহিরুল ইসলাম, আনোর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাছিমা খানন ,তফুরা বেগম, ৱিনা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ