• Uncategorized

    মতলব উত্তরে সম্পত্তিগত বিরুধের জেরধরে খুন বৃদ্ধা, বাড়ীঘর ছেড়েও রক্ষা পেলনা পরিবার

      প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৪:০৪:৫১ প্রিন্ট সংস্করণ

    সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মোঃ আলকাছ বেপারী নামে এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে মতলব উত্তর উপজেলার চরপুটিয়া গ্রামে।নিহত মো আলকাছ বেপারী মৃত আয়ুব আলী বেপারীর ছেলে ৷ওই বৃদ্ধার ছেলের অভিযোগ, সম্পত্তি দখল করতেই বিগত কয়েক বছর যাবৎ তাদের প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল ৷

    গত ২২ এপ্রিল দুপুরে ধান বিলে ধান শুকানোর সময় আকাসে কালাইননা করছে এমন একটি কথাবলাকে কেন্দ্রকরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরপুটিয়া গ্রামের ওহাব আলী প্রধানিয়ার ছেলে মো. নাছির প্রধান (৫০), শুক্কুর আলী প্রধান( ৬৫) ,মো. মিছির আলী ( ৫৫ ) , বাচ্ছু মিয়া প্রধান ( ৬০), নাছির প্রধানের ছেলে মো. ইবেরাহীম প্রধান (২৫), শুক্কুর আলী প্রধানের ছেলে মো. ছাদ্দাম (৩০ ), সোহেল প্রধান ( ২৫) ও মনির হোসেন প্রধানের ছেলে মো. ইমরান প্রধান (২৪ ), নিহত বৃদ্ধা মো. আলকাছ বেপারী (৬৫) কে দেশীয় লাটি, অস্ত্র-সস্র দিয়ে এলোপাতারীভাবে মারধর করে।

    মারাত্বক জখম করেন এতে মো. আলকাছ বেপারী গুরুতর আহত হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আসংকা জনক দেখে হাসপাতালের কর্ত্যরত ডাক্তার আলকাছ বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন থাকা অবস্থায় ২৫ দিন পর গত ১৬ মে দুপুরে মো. আলকাছ বেপারী মারা যান ৷

    এব্যাপারে মো. আলকাছ বেপারীর ছেলে মো. শাহজালাল বেপারী গত ২২ এপ্রিল মতলব উত্তর থানায় উক্ত ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ৷ মামলারপর ইব্রাহীম,মিছির আলী ও শুক্কুর আলী প্রধানসহ এই ৩ জনকে গ্রেফতার করেন মতলব উত্তর থানা পুলিশ ৷আলকাছ বেপারীর ভাই লেকু জানান,বর্তমানে মামলার আসামী ইব্রাহীম জেলহাজতে রয়েছে বাকী ২ আসামী শুক্কুর ও মিছির আলী জামীনে থেকেও বাকী সব আসামীসহ পলাতক রয়েছে ৷

    তিনি জানান, আমার ভাইয়ের বাড়ী দখল করার জন্য তারা বহুদিন যাবৎ নানানভাবে আমার ভাইয়ের সাথে তারা ষড়যন্ত্র করে আসছে তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার ভাই নিজের বাড়ীঘর ছেড়ে আশ্রায়ন প্রকল্পের ২ এর ৫নং রুমে বসবাস করে আসছিল ঘটনার দিন আমার ভাই বিলে ধান শুকানোর সময় একটি তুচ্ছ কথাকে কেন্দ্রকরে দেশীয় অশ্রদিয়ে আমার ভাইকে হত্যার উদ্যোশ্যে এলোপাতারীভাবে মারধর করেন।

    সাথে আমার ভাইয়ের স্ত্রীসহ আমার ভাতিজি ও বাতিজাকেও মারধর করে মারাত্বকভাবে জখম করেন তারা ৷ আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাসিঁ চাই ৷
    স্থানীয় সূত্র থেকে জানা গেছে সম্পত্তি নিয়ে মো. নাছির আলী প্রধানের গংদের সাথে নিহত মো. আলকাছ বেপারীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদ মাঝেমধ্যেই চরমে উঠত। কিন্তু এ জন্য তাঁকে খুন করা হবে, সে কথা ভাবতেও পারছেন না এলাকা বাসী ৷

    এলাকাবাসী মো. আলকাছ বেপারীর হত্যাকারীদের ফাঁসির দাবী জানান ৷মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মুহাম্মদ শাহজাহান কামাল জানান মো. আলকাছ বেপারীর হত্যাকারীদের ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ৷ যেদিন আলকাছ বেপারীকে মারধর করা হয়েছিল সেদিনই আমরা ৩ জন আসামীকে গ্রেফতার করেছি এবং বাকী আসামীদের ধরতে পুলিশ কাজ করছে ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ