• Uncategorized

    বিশেষ সেবা সপ্তাহের শেষ দিনে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার।

      প্রতিনিধি ৬ মে ২০২১ , ২:৫৬:৪৬ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আমির উদ্দিন কাশেম-জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

    মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোড, চৌমুহনা, কোর্ট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক পথ সভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

    আজ বৃহস্পতিবার (০৬ মে) দিনব্যাপী
    বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন’র নেতৃত্বে ও আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স’র সহযোগিতায় তদারকি অভিযান অনুষ্ঠিত হয়।উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা।

    মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, রেজিস্টার বিহীন ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত পূবালী মেডিসিন কর্ণারকে ২ হাজার টাকা, সিটি ফুড বেকারীকে ১৫ হাজার টাকা, আনার মেডিকেল হলকে ১ হাজার টাকা, সিএনজি স্ট্যান্ডে অবস্থিত জনতা ষ্টোরকে ১ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত পূবালী ভেরাইটিজ ষ্টোরকে মূল্য তালিকা না রাখার দায়ে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

    আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। উক্ত তদারকি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহের আজ ছিল ৭ম দিন এবং শেষ দিন। বিশেষ সেবা সপ্তাহের কার্যক্রম মৌলভীবাজারের জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান কর্তৃক ট্রাকশো উদ্ধোধনের মাধ্যমে শুভ সূচনা করা হয়।

    পুরো সপ্তাহ জুড়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারিক কার্যক্রম পরিচালনা, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই, মূল্য তালিকা প্রর্দশন করা এবং হ্যান্ড মাইকের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীবান্ধব স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। বিশেষ সেবা সপ্তাহে বাজার তদারকির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সর্বমোট ১৯ টি প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

    বাজার তদারকির পাশাপাশি মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্যসমূহ (ট্রাক সেল) যথাযথ নিয়ম মেনে বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করা হয়। উক্ত সেবা সপ্তাহের কার্যক্রম পরিচালনায় আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৌলভীবাজার ক্যাব কমিটি, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্য, খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধবৃন্দ সহযোগিতা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ