• আমার দেশ

    বিরামপুরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্টিত

      প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ১১:২৮:০৮ প্রিন্ট সংস্করণ

    নয়ন হাসান, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি-
    দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে (৪ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় নবনির্বাতিত বিরামপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিতি ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীবেষ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার ও উপাধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, পিআইও কাওছার আলী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমুখ।

    এছাড়াও নবনির্বাতিত পৌর পরিষদের সকল কাউন্সিলরবৃন্দ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান,উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ