• শিক্ষা

    বিজয়ের ৫০ বছর লাল-সবুজের বর্ণিল সাজে কবি নজরুল কলেজ

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ৩:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ

    এ এইচ সবুজ-কবি নজরুল কলেজঃ

    আজ ১৬ই ডিসেম্বর। এদিন আমরা বিজয়ের কথা বলি। বীর শহীদদের শ্রদ্ধা জানাই। তাই বিজয় দিবসকে সামনে রেখে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। আলোকসজ্জা উপভোগ করতে অনেকেই ভীড় জমিয়েছেন কবি নজরুল সরকারি কলেজে। নানান রঙ্গের এই বাহারি আলোই বলে দিচ্ছে বিজয়কে বরণ করে নিতে প্রস্তুত দেশবাসী।

    সন্ধ্যার পরই রঙিন আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো কলেজ আঙিনা। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কাড়ছে সবার।সরেজমিনে গিয়ে দেখা যায় কলেজের প্রধান ফটক, এ, বি, সি ভবনে বাহারি রঙ এর আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া আলোচনা সভার জন্য অডিটোরিয়াম রুম সাজানো হচ্ছে।

    মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় র‍্যালি, শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল ও ব্যাডমিন্টন ম্যাচ।

    এছাড়াও বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শপথ বাক্য পাঠ করাবেন।কবি নজরুল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল সাড়ে ৪টায় সকল শিক্ষার্থীদের একযোগে সেই শপথ বাক্য পাঠ করানোর উদ্যোগ নিয়েছে কলেজ প্রশাসন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ