• চট্টগ্রাম বিভাগ

    বিজয়নগরে তথ্য আপা’ র আয়োজনে উঠান বৈঠক

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২২ , ৮:১৯:০৪ প্রিন্ট সংস্করণ

    শাহনেওয়াজ শাহ্-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

    নারীদের সচেতন করার লক্ষে বাংলাদেশ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ক্ষমতায়ন প্রকল্পের আওতায় তথ্য আপা’র আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    বুধবার ১৬ মার্চ বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর বাড়িতে বিজয়নগর উপজেলা তথ্য আপা’র আয়োজনে এলাকার অর্ধ শতাধিক নারী নিয়ে উঠান বৈঠক হয়।উপজেলার তথ্য সেবা কর্মকর্তা মেহের নওরীন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী শামীম। উপজেলা তথ্য সেবা সহকারী সুস্মিতা সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য সেবা সহকারী জয়নব বেগম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা, শিক্ষা অফিসার শাহনাজ বেগম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য হীরা আহাম্মেদ জাকির প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ