• Uncategorized

    বরগুনা জেলার আমতলী হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‍্যাব-৮, কর্তৃক গ্রেফতার।

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ১১:৩১:৩০ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ৫ নভেম্বর ২০ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, যে, বরগুনা জেলার আমতলী থানাধীন ফায়ার সার্ভিস এলাকায় বরগুনা জেলার আমতলীর নারী-শিশু মামলা নং-৪১০/১৯, নারী শিশু ট্রাইবুনাল, পটুয়াখালী এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঘটনাস্থলে অবস্থান করছে।

    তথ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল সহকারী পুলিশ সুপার জনাব সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে আনুমানিক ২.৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হই ।

    উক্ত গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আফজাল মৃধা(৪৫), পিতা-বাদশা মৃধা, সাং-কুলাইয়ের চর, থানা-আমতলী, জেলা-বরগুনাকে বলে জানায় হয়।

    এসময় গ্রেফতারকৃত আসামীর স্বীকার করে যে, সে বরগুনা জেলার আমতলী থানার নারী-শিশু মামলা নং-৪১০/১৯, নারী শিশু ট্রাইবুনাল, পটুয়াখালী এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

    জানাযায়, গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানার নারী-শিশু মামলা নং-৪১০/১৯, নারী শিশু ট্রাইবুনাল, পটুয়াখালী তারিখ ০৫ নভেম্বর ২০ ইং তারিখে মূলে তাকে হস্তান্তর করা হয়।

    এব্যপারে পটুয়াখালী জেলার ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত  করে  বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ  ধরনের  অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ