• Uncategorized

    বন্যায় মানিকগঞ্জে গবাদিপশুর খামারিদের সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ১০:০৫:৪৩ প্রিন্ট সংস্করণ

     

    মো আরিফুর রহমান অরি-মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    দু, দফা বন্যায় ভাল নেই মানিকগঞ্জের গবাদিপশুখামারি। শুখাদ্য নিয়ে চরম সংকটে পড়েছে  বন্যাকবলিত এলাকার পশুপালনকারী কৃষক ও খামারিরা। বন্যার কারণে চারণভূমি, অনাবাদি জমি ও চাষের ঘাস নষ্ট হয়ে যাওয়ায় শুকনো খাদ্যের ওপর নির্ভরশীল হতে হচ্ছে । বন্যারপানিতেরোপণকৃতঘাস,খড়ওদানাদারখাদ্যনষ্টহয়েগেছে।জেলায়৩৭৫একরচারণভূমিপ্লাবিতহয়েছে।বন্যায়৩হাজার৫৭৫টিগবাদিপশুবন্যারপানিতেক্ষতিগ্রস্তহয়েছে।৪৮টিইউনিয়নের২৬৯জনগবাদিপশুরখামারিবন্যারক্ষতিতেলোকসানেপড়েছেন।

    বিষয়টিজানিয়েছেনমানিকগঞ্জজেলাপ্রাণিসম্পদদপ্তরেরজেলাপ্রাণিসম্পদকর্মকর্তাডা.মো.মাহবুবুলইসলাম।জেলাপ্রাণিসম্পদকার্যালয়জানায়,মানিকগঞ্জসদরউপজেলার৪টিইউনিয়নে১৬৫টিগরু,২০টিছাগল,৫টিভেড়া,শিবালয়উপজেলার৭টিইউনিয়নে৮৫টিগরু,১২০টিছাগল,৬০টিভেড়া,ঘিওরউপজেলার৭টিইউনিয়নে৬৫০টিগরু,৩৫০টিছাগল,৭০টিভেড়া,সাটুরিয়াউপজেলার৯টিইউনিয়নে৩৮২টিগরু,৫৭০টিছাগল,২১০টিভেড়া,সিংগাইরউপজেলার৩টিইউনিয়নে৩০টিগরু,১০০টিছাগল,২০টিভেড়া,হরিরামপুরউপজেলার১০টিইউনিয়নে৭৫হাজারগরু,৫২হাজারছাগল,৩হাজার২১০টিভেড়াএবংদৌলতপুরউপজেলার৮টিইউনিয়নে৪০০টিগরু,১৫০টিছাগলবন্যারপানিতেক্ষতিগ্রস্তহয়েছে।এদিকে,২৬৯টিখামারের২কোটি৭৫লাখটাকারঅবকাঠামোগত,৫০হাজারটাকারদানাদারখাদ্য,৩৪লাখটাকারখড়এবং৫৫লাখটাকারকাঁচাঘাসনষ্টহয়েগেছে।হরিরামপুরউপজেলারবোয়ালীগ্রামেরখামারিশিহাবজানান,খামারশুরুরবছরেইবন্যারধাক্কাখেলাম।বছরখানেকআগেস্বপ্ননিয়েখামারশুরুকরেছি।১১টিগরুরজন্য১৫বিঘাজমিতেকাঁচাঘাসরোপণকরেছিলাম।বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে। মাচা করে খড়গুলো বাঁচাতে পারায় সেগুলো দিয়ে কোন রকমে পশুগুলো লালন-পালন করছি।চালা ইউনিয়নের পূর্ব সাকুটিয়া গ্রামের আফজাল দেওয়ান জানান, বন্যার পানিতে ১৪০ শতাংশ জমির কাঁচা ঘাস নষ্ট হয়ে গেছে। খড়ের দাম বৃদ্ধিতে ঠিক মতো খাবার দেওয়া যাচ্ছে না। লোকসান তো হবেই জানি তারপরও এ বিপদ থেকে যেন রক্ষা মিলছে না।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের প্রণোদনা দেওয়ার বিষয়ে পরিকল্পনা আছে। এছাড়া, বন্যায় ক্ষতির পরিমাণ কমাতে ৮৮৮টি গবাদিপশুকে টিকা প্রদান করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ