• Uncategorized

    শর্তসাপেক্ষে হাটহাজারী মাদরাসায় ভর্তির সুযোগ

      প্রতিনিধি ৬ মে ২০২২ , ৫:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

    আগামী ৯ মে সোমবার হতে জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী’র ১৪৪৩-৪৪হি: শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কতৃপক্ষ

    নিম্নোক্ত শর্তসাপেক্ষে ভর্তির আবেদনপত্র দাখিলের অনুমতি দেয়া হয়। যথা-

    * আচার-আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছদে তালেবুল ইলমের মানসম্পন্ন হওয়া।
    * শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া।
    * প্রচলিত রাজনীতি ও আইন-শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের সাথে কোনভাবেই সম্পৃক্ত না থাকা।
    * জামিয়ার দরস ও ছাত্রাবাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা।

    উল্লিখিত শর্ত পূরণসহ ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের টিসি (ছাড়পত্র) অথবা জামিয়ার শুভাকাঙ্খী বা নির্ভরযোগ্য কোন আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি, এনআইডি বা জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি ভর্তির আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
    সাদাকা ফান্ড থেকে বিনামূল্যে খোরাকী পাওয়ার উপযুক্ততা
    —————
    * অবশ্যই গরীব, এতিম ও সাদাকা গ্রহণের উপযুক্ত হতে হবে।
    * ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    * শাওয়াল মাসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
    যেসব বিভাগে ছাত্র ভর্তি করা হবে-
    ————————————
    * ইবতিদাইয়্যাহ থেকে তাকমিল (দাওরায়ে হাদীস) পর্যন্ত।
    * ইসলামী আইন ও গবেষণা বিভাগ (ফিকহ)।
    * উচ্চতর তাফসীর ও কুরআন গবেষণা বিভাগ।
    * উচ্চতর হাদীস গবেষণা বিভাগ।
    * উচ্চতর আরবী সাহিত্য (আদব) বিভাগ।
    * ইলমে তাজবীদ ও কিরাত বিভাগ।
    * উচ্চতর দাওয়াহ ও ইরশাদ বিভাগ।
    * বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ।
    * হিফজুল কুরআন বিভাগ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ