• Uncategorized

    বালিয়াকান্দিতে বাল্যবিবাহ সঙ্ঘটনের দায়ে কনের বাবাকে ৩০,০০০ টাকা জরিমানা আনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৯:০১:৪০ প্রিন্ট সংস্করণ

    ইমন ইসলাম (রাজবাড়ী) প্রতিনিধি:

    বালিয়াকান্দি উপজেলায় জামালপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম আবু দারদা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ সঙ্ঘটনের দায়ে কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর  ৮ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    বর কনেসহ মাগুরা জেলায় পালিয়ে যাওয়ায় তাকে আইনের আওতায় আনার জন্য মাগুরা জেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উল্লেখ্য যে ইতিপূর্বে গতকাল রাতে বাল্যবিবাহ দিতে উদ্যত হলে উক্ত কনের পিতাকে বাধা দিয়ে সতর্ক করে।

    মুচলেকা নেয়া হলেও ২৭/১১/২০২০ তারিখ দিবাগত রাত আনুমানিক ১.৩০ টায় আইন অমান্য করে উক্ত বাল্যবিবাহ সম্পন্ন করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নিকট বিষয়টি উদঘাটিত হলে বর্ণিত সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন স্থানীয় ইউপি মেম্বার ও বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ