• কৃষি

    বদলগাছীতে ৪০২০ জন কৃষকের কৃষি প্রনোদনা কর্মসুচির উদ্বোধন করেন ইউএনও

      প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ২:২৭:০১ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-নওগাঁ জেলা প্রতিনিধি:

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলা কৃষি অফিসের অধিনে উফসি ও হাইব্রিড ধান বীজের প্রনোদনা কর্মসুচি ২২/২৩ অর্থ বছরের গত ১২ ডিসেম্বর কৃষি অফিস চত্ত্বরে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলপনা ইয়াসমিন।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব সামছুল আলম খান, বিশ্বেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ সালাম। কৃষি প্রনোদনা কর্মসুচি আওতায় আগামী ইরি ধানের বীজ ৪০২০ জন কৃষক কে উচ্চ্য ফলনের জন্য উফসি,ও হাইব্রিড ধান বীজ বিতরন করা হয় বলে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান সাংবাদিকদের জানান।

    তিনি আরও বলেন উচ্চ ফলনের সহায়তার জন্য সরকার এউপজেলায় ১৪ শ জন কৃষক কে ৫ কেজি হাইব্রিড ধান বীজ, ১০ কেজি ডি,এপি,ও ১০ কেজি এম,ওপি সার বরাদ্ধ প্রদান করেছেন। বক্তরা বলেন কৃষি কে এগিয়ে নিতে সরকার অনেক অনেক পরিকল্পনা গ্রহন করেছেন।কৃষি ক্ষেএে সেই সব পরিকল্পনার বাস্তবায়ন করার আহবান জানান। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বিভিন্ন ইউনিয়ন সার ডিলারদের ঘর পরিদর্শন করেন, এবং কৃষকের বিভিন্ন সমস্যার কথাগুলো শুনছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ