• চট্টগ্রাম বিভাগ

    ফেরদৌস খন্দকারে ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা আশ্রয় প্রকল্পের জনগন

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৫:৪৫:৫৭ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নে সরকার নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ২০০পরিবারের মাঝে #ডাঃ_ফেরদৌস_খন্দকার এর ঈদ উপহার সামগ্রী আজ নববর্ষের সকালে বিতরণ করা হয়। এর আগে সুলতানপুর ইউনিয়নে রাধানগর,সাবের পুকুরপাড়,বেতুয়া-তুলাগাও,কুরছাপ এই ৪প্রকল্পের বাসিন্দারা রাধানগর আশ্রয়ণ প্রকল্পে উপস্থিত হন।বিতরণ কালে উপস্থিত ছিলেন দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক দেবীদ্বার উপজেলা চ্যাপ্টার সভাপতি রাশেদা আকতার, সদস্য সচিব মোঃ আবদুর রহমান ভুইঁয়া, মহিলা শ্রমিক লীগ দেবীদ্বার উপজেলা সভাপতি শাহিনুর লিপি, কৃষক লীগ যুগ্ম সম্পাদক সম্পাদক মনিরুল ইসলাম,শামীমা আক্তার রিমা,সাইফুল ইসলাম, আশিকুর রহমান, পারভীন আক্তার সহ আরো অন্যান্য রাসেল ফাউন্ডেশনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

    আশ্রয়ের প্রকল্পের সাধারণ জনগণের উদ্দেশ্যে শাহিনুর লিপি বলেন ফেরদৌস খন্দকার এর জন্য দোয়া চেয়েছেন যেন দেবীদ্বারের সাধারণ জনগণের সেবা দিতে পারেন। শাহিনুর লিপি বলেন ফেরদৌস খন্দকার একজন জনবান্ধব ও উধার মনের মানুষ। তিনি দেবীদ্বারকে একটি স্মার্ট দেবীদ্বারর হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দেবীদ্বারে বিশ্বমানের হাসপাতাল গড়ার স্বপ্ন দেখেন এবং বাস্তবে তিনি দেবীদ্বারে বিশ্বমানের হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ