• চট্টগ্রাম বিভাগ

    ঘনিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৯:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লার হোমনায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার ১৮ই মার্চ সকাল ১০ টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের সভাপতি মো. অলি ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা আক্তার, মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার মামুন অর রশিদ নোমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন।

    আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ইসলাম, সহকারী শিক্ষক এরশাদ মিয়া, শিক্ষক একে এম আল মাহবুব, পাথালিয়া কান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদ মিয়া, ঘনিয়ারচর বাজারের ডাচ বাংলা ব্যাংকের স্বত্বাধিকারী মজিবুর রহমান, দৌলতপুর উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আব্দুল হালিম, ঘনিয়ারচর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোলেমান মাস্টার সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ