• ধর্ম

    প্রতিবেশীদের হক-মুফতী আঃ কাদের কারিমী

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ১:৫০:০৮ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ইসলাম ডেস্ক:

    পবিত্র কোরআনুল কারীমের ৪ নং সূরার ৩৬ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, তোমাদের প্রতিবেশী আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক তাদের সাথে ভাল ব্যবহার কর। ইসলাম মানুষের পারস্পরিক অধিকার কে সম্মানের চোখে দেখে থাকে।আল্লাহর রাসুল সাঃ বলেন,যদিও প্রতিবেশী পরিবারের অন্তর্ভুক্ত না হয়, তার পরপরও আল্লাহ তাদের প্রতি উদার ও সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন।

    (মুসলিম) তিনি আরও বলেন, তুমি পেট ভরে খেলে আর তোমার প্রতিবেশী অভুক্ত থাকলো, তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। তিনি বলেন প্রতিবেশীদের তোমাদের উপর তিন রকমের হক রয়েছে, ১ যিনি মুসলিম ও আত্মীয় তার তিনটি হক।২ অমুসলিম প্রতিবেশী আত্মীয় মুুসলিম প্রতিবেশীর দুটি হক,৩ যে প্রতিবেশী মুসলিম ও নয় আত্মীয় ও নয় এদের একটি হক রয়েছে। তিনি অভাবী প্রতিবেশীদের হক নিশ্চিত করতে বলেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ