• Uncategorized

    পুড়ে যাওয়া আবাসন প্রকল্পে ‘পটুয়াখালী জনকল্যাণ ফাউন্ডেশনে’র ত্রাণ সামগ্রী বিতরন।

      প্রতিনিধি ৪ মে ২০২২ , ১০:১১:৩০ প্রিন্ট সংস্করণ

    গত ২৪ এপ্রিল গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারআনি বাউরিয়া আবাসন প্রকল্পে রাত আনুমানিক রাত ২ টায় ১০ টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরে যাওয়া ঘরের পরিবারগুলো নিঃস হয়ে পরে।পটুয়াখালী জনকল্যাণ ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের দৃষ্টিগোচর হলে সেখানে ত্রাণ সামগ্রী বিতরনের উদ্যোগ নেয়।
    পটুয়াখালী জনকল্যাণ ফাউন্ডেশনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র বিতরন ইভেন্ট পূর্ব নির্ধারিত থাকায় কিছুটা বেগ পেতে হয় এই সেচ্ছাসেবী সংগঠনের। তবে সেচ্ছাসেবীদের অদম্য ইচ্ছায় নিমিষেই বেগ কেটে যায়।
    পটুয়াখালী জনকল্যাণ ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে চারআনি বাউরিয়া আবাসন প্রকল্প পুড়ে যাওয়া ১০ টি ঘরের সহযোগিতার পরিমাণ: ১.চাউল – ১০ কেজি ২.তেল – ১লিটার ৩.চিনি – ৫০০ গ্রাম ৪.সেমাই – ৪০০ গ্রাম ৫. দুধ – ১০০ গ্রাম ৬.সাবান – ১পিচ(লাইফবয়) ৭. পিয়াছ – ১ কেজি ৮.মুরগি -১ পিছ ৯.কাপড় – ১ পিছ
    তাদের আরো পাঁচটি ফ্যামিলি জন্য রয়েছে ঈদ প্যাকেজঃ ১.সেমাই ২.চিনি ৩.দুধ ৪.সাবান।
    বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম, বাহাদুর মিয়া,মেহেদি হাসান, আঃ কাইউম, মানসুর হেলাস, মাঃ শফিকুল ইসলাম, গোলাম রাব্বি, ফারজানা মিলি প্রমুখ।
    তারা ভবিষ্যতে এধরনের আরো সহযোগীতার আশ্বাস দেন।
    তারা পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় ঈদবস্ত্র বিতরন করেন।পটুয়াখালী সদর, গলাচিপা, বাউফল, রাঙ্গাবালী,দশমিনায় তাদের এক্টিভ সদস্য রয়েছে।
    তারা ৫০ পিছ ঈদবস্ত্র বিতরন করেন, ঈদ বস্ত্র হিসাব:-১,গলাচিপা – ১৬ পিছ।(আবাসন প্রকল্পে১০+ অনন্য ৬) ২, রাঙ্গাবালীতে – ০৯ পিছ। ৩, পটুয়াখালীতে ০৭ পিছ। ৪, দশমিনায়- ১১ পিছ। ৫, বাউফলে ০৭ পিছ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ