• আইন ও আদালত

    পথশিশুদের দিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা।

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ

    মু.আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বি আই ডব্লিউ টিএ লঞ্চঘাট এলাকায় নৌ থানার সামনে পার্কিংয়ের জায়গায় বসে, দৈনিক গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ক্রয় বিক্রয় হয় বলে খবর পাওয়া গেছে। আর নিরব ভুমিকা পালন করেছেন পুলিশ প্রশাসন। আশপাশ ঘুরে দেখা যায়, ৮ বছর থেকে ১২ বছরের বয়সী ছেলে মেয়েরা প্রকাশ্যে গাঁজা ইয়াবাসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় বস্তু বিক্রয় করেন। এসময় উপস্থিত সংবাদিকদের দেখে পালিয়ে যায় মাদক বিক্রয়কারী ছেলে মেয়েরা।

    স্থানীয় লোকজন সুত্রে জানা যায়, রসুল পুর এলাকায় বসবাসরত মোঃ সেলিম শাহ এর ছেলে মোঃ রিফাতের নেতৃত্বে রাস্তার ছোটো ছোটো ছেলে ও পথচারী মেয়েদের দিয়ে বিক্রয় করাচ্ছেন গাঁজা ইয়াবাসহ নানান ধরনের নেশা জাতীয় বস্তু।এসময় উপস্থিত জনতা জানান , সাদা বায়েজিদ,রাকিব ওরফে ছোটো রাকিব,ইয়ামিন,চায়না বাচ্চু গান ওয়ালা,রিফাত সহ অনেক ছেলে ও পথচারী মেয়েরা, নদী বন্দরের ভিতর বিভিন্ন ধরনের নেশা জাতীয় বস্তু বিক্রি করেন।

    বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ হাসনাতুজ জামানকে এ বিষয়টি জানলে সাথে সাথে খোঁজ খবর নিয়ে তবলা নামের এক পথশিশুর নিকট থেকে ১০০ পোর্টলা গাঁজা উদ্ধার করেন।বরিশাল লঞ্চঘাট নৌ পুলিশ এস আই মোঃ আব্দুল হাই ১০০ পোর্টলা গাঁজাসহ রসুল পুরের ১২ বছরের এক পথ শিশু ইয়ামিন ওরফে তবলা কে আটক করেছে ।
    আটককৃত ইয়ামিন(তবলা) বলেন রসুলপুরের রিফাত তাকে দৈনিক গাঁজা বিক্রি করতে দেয়।

    প্রত্যেক পোর্টলা গাঁজা বিক্রি করে সে ১০ টাকা করে পায়।
    তবলা ইয়ামিন গাজা ইয়াবা,এবং নানান জাতীয় নেশা নিয়ে এর আগেও ৪ বার পুলিশের হাতে ধরা খেয়েছে। বিস্তারিত তালাশ করে জানা গেছে তবলা ইয়ামিন যশোর কিশোর অপরাধ সংশোধনী কেন্দ্রে আটক ছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবার পূর্বের ন্যায় ইয়াবা, গাজার ব্যাবসা শুরু করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ