• কৃষি

    পত্নীতলায় কলার দাম না থাকায় বিপাকে পড়ছেন কৃষকরা

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৩ , ৩:০০:২২ প্রিন্ট সংস্করণ

    কাওছার হাবিব-নওগাঁ:

    নওগাঁর পত্নীতলায় শীতের কারণে বাজারে কলা তেমন খাচ্ছেনা সে কারণে পাইকাররা আসতে না পারায় কলা বিক্রি করতে পারছেন না নওগাঁ পত্নীতলার কলাচাষীরা। স্থানীয় ভাবে কিছু কলা বিক্রি হলেও দাম কম। সেই সাথে প্রচুর সংখ্যক কলা নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কলাচাষীরা। কলা চাষের জন্য প্রসিদ্ধ নওগাঁর পত্নীতলা উপজেলা। এ উপজেলার বেশিরভাগ চাষীরই রয়েছে কলা বাগান। আর এবার ফলনও হয়েছে ভাল। কিন্তু শীত মৌসুমের কারণে বাজারে কলা তেমন খাচ্ছেনা তাই বাইরে থেকে পাইকাররা আসতে না পারায় কলা বিক্রি করতে পারছেন না উপজেলার কলাচাষীরা। সারি সারি কলা বাগানেই পেকে নষ্ট হচ্ছে কলা।

    পাখিতে খেয়ে ফেলছে বাগানের পাকা কলা। স্বাভাবিক পরিস্থিতিতে কলার যে কাঁদি ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি হতো, স্থানীয় বাজারে সেই এক কাঁদি কলা বিক্রি করতে হচ্ছে ৮০ টাকা থেকে ১২০ টাকায়। এতে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষীরা। অনেক চাষী বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে কলা চাষ করেছেন। কলা বিক্রি করতে না পারায় ব্যাংকের ঋণ পরিশোধ করা এখন তাঁদের জন্য বড় দায় হয়ে দেখা দিয়েছে। এতে করে আগামী দিনে কলা চাষ কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ক্ষতি পুষিয়ে উঠতে সরকার ঘোষিত প্রণোদনা দিয়ে কলা চাষীদের সহযোগীতা করার দাবী সচেতন মহলের।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ