• Uncategorized

    পটুয়াখালীবাসীর স্বপ্নপূরণ হতে যাচ্ছে, করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব স্থাপন হতে যাচ্ছে।

      প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ৮:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলা বাসীর দীর্ঘদিনের  প্রানের দাবী করোনা টেষ্টের জন্য পিসিআর ল্যাব স্থাপন। এ ল্যাব স্থাপনের জন্য স্থান নির্ধারনে সরেজমিনে পটুয়াখালী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন পটুয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান করোনা প্রতিরোধে পটুয়াখালী জেলার দায়িত্ব প্রাপ্ত সরকারী সচিব মোঃ সামসুর রহমান।

    এ সময় তার সাথে ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মুঃ গোলাম রহমান,২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পটুয়াখালীর তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আবদুল মতিন, সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, আরএমও ডাঃ মোঃ কামরুজ্জামান সহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    পটুয়াখালী ও বরগুনা জেলার ৩০ লক্ষাধিক  মানুষের করোনা পরিস্থিতিতে একমাত্র দাবী ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে করোনা টেস্টের জন্য পিসিঅার ল্যাব স্থাপন। এ দাবীকে গুরুত্ব বিবেচনা করে সরকারের সচিব পটুয়াখালীর সন্তান মোঃ সামসুর রহমান ২৫০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজে সরেজমিনে পরিদর্শন করেন। খুব শীঘ্রই পটুয়াখালীতে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ