• Uncategorized

    পটুয়াখালীতে করোনা পজেটিভ হয়েও চেম্বারে রোগী দেখছেন ডাঃমাহামুদুর রহমান

      প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৫:১৬:১৩ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধি:

    পটুয়াখালী জেলার শহরস্থ ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন থানাপাড়ায় নোভা ডায়াগোনস্টিক সেন্টারে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: মাহামুদুর রহমানের করোনা পজেটিভ রির্পোট আসে বেলা ২.৩০ ঘটিকায়,রির্পোট পাবার পরও তিনি প্রতিদিনের ন্যয় নিজ চেম্বারে প্রায় ২৫ জনের মত রোগী দেখেন তিনি ।

    সরেজমিনে গেলে দেখা মেলে সন্ধা ৬.৩০ ঘটিকার সময় গনমাধ্যমর্কমীরা তার সাথে দেখা করলে সেখানে দেখা যায় তার চেম্বারে ২৫জন রোগী অপেক্ষামান।

    এ বিষয় ডাঃ মাহামুদুর রহমানের সাথে কথা বললে তিনি প্রতিবেদককে দায় সারা জবাব দেন তিনি  বলেন আপনারা মিডিয়া আমার বিরুদ্ধে নিউজ করেন সরকার যদি পারে আমার বিরুদ্ধে ব্যাবস্থা নেক,আমাকে ১৪ দিন হোমকরেন্টাইনে যেতে হবে আমি তার জন্য আমার খাবারের ব্যাবস্থা করছি মাত্র ।

    এসময় ‍উপস্তিত রোগীদের সাথে কথা বললে তারা জানান আমরা সকালে সিরিয়াল কাটিয়েছি ক্লিনিক র্কমর্কতারা আমাদের কোন তথ্য দেননি তারা আমাদের কাছে তথ্য গোপন করেছে।এখন আমাদের জিবনের ঝুকি কে নিবে এমন প্রশ্নের জবাবে  ডা: মাহামুদুর রহমান বলেন, আমার দেখা কোন রোগীর যদি কোন করোনার লক্ষণ বা করোনা পজেটিভ আসে অথবা মারা যায় তাহলে আমি তার দায় দাতিত্ব নিব।এবং সেই রোগীর পরিবারের ও সকল  দায় দায়িত্ব্য নিবো।

    এনিয়ে সাধারণ মানুষদের অভিযোগ হল করোনা পজেটিভ আসার পরও কিভাবে একজন ডাক্তার সুধু মাত্র টাকার লোভে সাধারণ মানুেষদের জীবন বিপদে ফেলতে পারে, তার এমন ঘির্নীত নেক কার জনিত কাজের  সঠিক বিচার দাবি জানায় সাধারন জনগন।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ