• Uncategorized

    ধর্ষণের বিরুদ্ধে শ্রীবরদী’র সম্মিলিত সামাজিক সংগঠনের মানববন্ধন

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৯:৫৮:১৮ প্রিন্ট সংস্করণ

    মো. জাকারিয়া খান জাহিদ-শেরপুর জেলা প্রতিনিধি:

    শেরপুরের শ্রীবরদীতে ১১ই অক্টোবর (রবিবার) ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের দ্রুত বিচার কার্যকরের (মৃত্যু দণ্ড)দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।”ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই,ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্য দণ্ড চাই”এই স্লোগানকে সামনে রেখে শ্রীবরদী ড্রাগ কন্ট্রোল কাউন্সিল, শ্রীবরদী স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু , শ্রীবরদী রক্তদাতা সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের সঞ্চালনায়  ছিলেন,উপজেলা ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের সাধারণ সম্পাদক রমজান আকন্দ।

    এসময় ধর্ষকদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ” জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল আল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন (দুলাল),উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজনসহ আরও বিভিন্ন নেত্রীবৃন্দ।

    বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় দিনদিন ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ