• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১০:০০:৩৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য সোমবার (২২ মে) সকালে ইয়েস বাংলাদেশের আয়োজনে পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যানের পত্নী ও সমাজকর্মী আয়েশা হুমায়রা।

    এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কর্মকর্তা সুফিয়ার রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহনাজ, ইয়েস বাংলাদেশ পটুয়াখালীর সভাপতি হাসিবুর রহমান, জেলা ভলান্টিয়ার মোঃ জহিরুল ইসলাম।

    বক্তারা আরো বলেন, ভবিষ্যত প্রজন্মের সঠিক, সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে উঠতে কিশোর কিশোরী যৌন প্রজনন স্বাস্থ্যসেবা আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করতে হবে। সেবাদাতা ও গৃহিতাদের সহনশীল ও বন্ধু সুলভ আচরণের জন্য প্রস্তুত করাসহ কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কিশোর কিশোরী কর্ণারের ভৌত অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ণ এবং গোপনীয়তা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও সঠিক মানদন্ডে সেবার মান উন্নয়নের স্কোরিং করার জন্য স্কোর কার্ড প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয় এসময়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ