• Uncategorized

    ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয়

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২২ , ৩:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ

    বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবি(ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)এর পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম চলবে বলে জানা গেছে

    দুপুর-১২ ঘটিকায় মোড়েলগঞ্জ উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এই বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান”মোঃ আঃ আলিম হাওলাদার।এসময় উপস্থিত ছিলেন অত্র পরিষদের সচিব, মেম্বার সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এই ন্যায্য মূল্যের কার্ডে দুই লিটার সোয়াবিন তেল,দুই কেজি চিনি ও দুই কেজি মসুরে ডাল দেওয়া হবে।

    যথাক্রমে ২শত২০টাকা.১শত১০টাকা ও ১শত৩০টাকা মোট ৪শত৬০ টাকার প্যাকেজে এই পণ্য বিক্রয় করা হচ্ছে বলে জানা গেছে। এবিষয়ে ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ আলিম হাওলাদার বলেন, ইউনিয়নের সল্প আয়ের মানুষ ও মুক্তিযোদ্ধারা এ কার্ডের মাধ্যমে টিসিবির পণ্যের সুবিধা পাবে।

    চেয়ারম্যান মোঃ আঃ আলিম হাওলাদার আরো বলেন, রমজান মাস উপলক্ষে বিশেষ গুরুত্ব সহকারে আমার এ প্যাকেজ দিচ্ছি যাতে করে রমজান মাস মানুষ স্বস্তিতে কাটাতে পারে।
    সরোজমিনে এ পন্য পেয়ে মানুষের মুখে খুশির হাঁসি দেখা গিয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ