• খেলা

    নীলফামারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৪ , ১০:৩২:৩২ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারী সরকারী শিশু পরিবার (বালক) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া কর্মসুচির উদ্বোধন করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পরে মশাল দৌড় দিয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন।

    সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক হৃদয় হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিকাল ৩ টার সময় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক হৃদয় হোসেন জানান, ক্রীড়া প্রতিযোগীতায় ৫১জন নিবাসী অংশ নেয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ