• রংপুর বিভাগ

    নীলফামারী শিশু পরিবারে আনন্দ উৎসবেই মেতে ওঠেছে পিঠা উৎসব

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৪ , ৮:০২:৪২ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধি:

    ১৬ই জানুয়ারী ২০২৪ মঙ্গলবার দুপুর ৩ টা হতে ৪ টা পর্যন্ত নীলফামারী শিশু পরিবারের আয়োজনে ৫৬জন নিবাসীদের নিয়ে পিঠা উৎসব হয়। এই অনুষ্ঠানে আনন্দ-উৎসবে মেতে ওঠে শিশুরা। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দীক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা প্রবেশন অফিসার মো: ফরহাদ হোসেন,

    শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো ফিরোজ সরকার, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন প্রমুখসহ সমাজসেবার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ হওয়ার কোন বিকল্প নেই। ভালো ভাবে লেখাপড়া করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ