• রংপুর বিভাগ

    রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ১১:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

    রংপুর নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হত। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারনা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর। প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরন থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর ।

    ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে যমপুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদুর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচারে নিহত হত বা ম্যালেরিয়ায় মারা যেত। তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদুর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা যায়। ত্রিশের দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যে ভাবে বিকাশ লাভ করে ছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল…!!

    চলুন জেনে নেই জলা এবং উপজেলা সমূহ এবং নিজের উপজেলা নির্বাচন করি

    রংপুর বিভাগের উপজেলার তালিকা:
    মোট ৫৮ টি মাতান্তরে ৬০ টি।

    ১ রংপুর
    মিঠাপুকুর

    ২ তারাগঞ্জ

    ৩ বদরগঞ্জ

    ৪ পীরগঞ্জ

    ৫ পীরগাছা

    ৬ গংগাচড়া

    ৭ কাউনিয়া

    ৮ রংপুর সদর

    ৯ পঞ্চগড়
    পঞ্চগড় সদর

    ১০ তেতুলিয়া

    ১১ আটোয়ারী

    ১২ দেবীগঞ্জ

    ১৩ বোদা

    ১৪ ঠাকুরগাঁও
    ঠাকুরগাঁও সদর

    ১৫ রানীশংকৈল

    ১৬ বালয়িাডাঙ্গী

    ১৭ হরিপুর

    ১৮ পীরগঞ্জ

    ১৯ নীলফামারী
    ডিমলা

    ২০ জলঢাকা

    ২১ সৈয়দপুর

    ২২ কিশোরগঞ্জ

    ২৩ নীলফামারী সদর

    ২৪ ডোমার

    ২৫ লালমনিরহাট
    পাটগ্রাম

    ২৬ হাতীবান্ধা

    ২৭ লালমনিরহাট সদর

    ২৮ আদিতমারী

    ২৯ কালীগঞ্জ

    ৩০ গাইবান্ধা
    গোবিন্দগঞ্জ

    ৩১ সাঘাটা

    ৩২ পলাশবাড়ী

    ৩৩ গাইবান্ধা সদর

    ৩৪ সাদুল্যাপুর

    ৩৫ সুন্দরগঞ্জ

    ৩৬ ফুলছড়ি

    ৩৭ কুড়িগ্রাম
    উলিপুর

    ৩৮ ফুলবাড়ী

    ৩৯ ভুরুঙ্গামারী

    ৪০ নাগেশ্বরী

    ৪১ রাজারহাট

    ৪২ রাজিবপুর

    ৪৩ কুড়িগ্রাম সদর

    ৪৪ রৌমারী

    ৪৫ চিলমারি

    ৪৬ দিনাজপুর
    কাহারোল

    ৪৭ খানসামা

    ৪৮ বীরগঞ্জ

    ৪৯ চিরিরবন্দর

    ৫০ বিরামপুর

    ৫১ ঘোড়াঘাট

    ৫২ দিনাজপুর সদর

    ৫৩ নবাবগঞ্জ

    ৫৪ বোচাগঞ্জ

    ৫৫ ফুলবাড়ী

    ৫৬ বিরল

    ৫৭ পার্বতীপুর

    ৫৮ হাকিমপুরড়

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ