• রংপুর বিভাগ

    নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৪:০৭:২১ প্রিন্ট সংস্করণ

    নীলফামারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা’র আয়োজনে বৃক্ষরোপণ করা হয়। আজ সোমবার ০৮ আগস্ট ১২টার সময়
    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ছারার পাড় উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েত শাহ ফকির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, ছারার পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।

    বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। সহধর্মিণী হিসেবে নয়, রাজনৈতিক সহকর্মী হিসেবে আজীবন স্বামী শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ