• আইন ও আদালত

    নাটোরে নানা কর্মসুচির মধ্য দিয়ে হানাদার দিবস পালিত

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১ , ৩:১১:২০ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা পরামানিক-সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

    নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার সকাল ১০টায় শহরের কানাইখালি এলাকা থেকে বীরমুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে একটি বিজয় র‌্যালি বের করা হয়।

    র‌্যালিটি মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধারা। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নান্টু, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

    এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, ১৯৭১ সালে ২১ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী নাটোরের উত্তরা গণভবনে ভারতীয় মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয়ের পাঁচদিন পর নাটোর মুক্ত হয়। ২১ ডিসেম্বর তৎকালীন গভর্ণর হাউস বর্তমান উত্তরা গণভবনে ১৪১ জন অফিসার, ১১৮জন জেসিও, ৫ হাজার ৪৫০জন সিপাহী এবং প্যারামিলিশিয়া বাহিনীর ১ হাজার ৮৫৬ জন সদস্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন।

    আত্মসমর্পণ দলিলে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের পক্ষে স্বাক্ষর করেন মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রঘুবীর সিং পান্নু। পাকিস্তান বাহিনীর নাটোর ব্যারাক কমান্ডার ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ ভারতীয় বাহিনীর আইসি ৪৫৫১ ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে আত্মসমর্পণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ