• আইন ও আদালত

    নগরবাড়ী নৌ পুলিশের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও নৌকা সহ গ্রেফতার-৩

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৮:৫৬:০১ প্রিন্ট সংস্করণ

    আলমগীর হুসাইন অর্থঃ

    ০৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলছে ইলিশের প্রজনন মৌসুম। মা ইলিশ সংরক্ষণে এ সময় দেশের অভ্যান্তরে যেকোন নদীতে মাছ নিধন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে নগরবাড়ী নৌ ফাঁড়ি পুলিশ। সেই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করছে নগরবাড়ী নৌ ফাঁড়ি পুলিশ। যার অংশ হিসেবে ১১ই অক্টোবর (মঙ্গলবার) ভোর রাতে নগরবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম কাজিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল সহ নৌকা দিয়ে মাছ ধরার সময় ৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতার কৃতরা হলোঃ
    ১.মোস্তফা (৩২),পিতাঃ- মোঃ- আয়নাল
    ২.রেজাউল শেখ (২৪),পিতাঃ মোঃ- বাহারাম শেখ
    ৩.সজীব মন্ডল (২১), পিতাঃ মৃত- সামাদ মন্ডল
    সর্ব সাং- রাজধরদিয়া, থানা- আমিনপুর, জেলা – পাবনা।
    এ সময় তাদের নিকট থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মৎস ( ইলিশ) নিধন আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে ( আমিনপুর থানার মামলা নং -১৩)।

    এ বিষয়ে নগরবাড়ি নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মা ইলিশ রক্ষায় নগরবাড়ি নৌ পুলিশ বদ্ধপরিকর। সেই সাথে ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ