• Uncategorized

    ধামইরহাটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ১:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মুরাদুজ্জামান মুরাদ-ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে  বিট পুলিশিং-০১ এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার সকাল ১০টায় থানা ভবন থেকে  র‌্যালী বের  হয়ে র‌্যালী শেষ হয় ধামইরহাট পৌর ভবনে এবং পৌর ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

    ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো.দেলদার হোসেন,সাধারণ সম্পাদক  সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,উমার ইউপি চেয়ারম্যান মো.নুরুজ্জামান হোসেন,মুক্তিযোদ্ধা অফির উদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা,ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ,পুলিশের উপপরিদর্শক মহসীন আলী,ইমাম হাফেজ মাওলানা মোরশেদুল আলম মুর্তজা,মহিলা নেত্রী আনজু আরা,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান,মেহেদী হাসান,শিক্ষার্থী শতাব্দী রায় প্রমুখ ।

    এসময় আরও উপস্থিত ছিলেন ধাম‌ইরহাট সরকারি এম.এম কলেজের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক সহ আর‌ও ছাত্রলীগের নেতাকর্মীরা ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ