• Uncategorized

    মৌলভীবাজারে চার লক্ষ টাকা ছিনতাই অভিনয় কারি রিপন দেবনাথ।

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৩:২০:১১ প্রিন্ট সংস্করণ

    দেলোয়ার হোসেন তরফদার-সিলেট বিভাগ ব্যুরো প্রধানঃ

    মৌলভীবাজার জেলা সদর পৌরসভার কুশুমভাগ সুমা ফুড় এলাকায় ২১/৪/২১ তারিখ সকাল অনুমান ১০.৪৫ সময় উক্ত রিপন দেবনাথ উনার নিজের হাত নিজে কাটিয়া ৪০০০০০ লক্ষ টাকা ছিনতাই এর অভিনয় করেন,রিপন দেবনাথ মৌলভীবাজার সদর হাসপাতালে ভতি হয়ে চিকিৎসা নেওয়ার সময় মৌখিক ভাবে মৌলভীবাজার মডেল থানার পুলিশ কে অবগত করলে, মডেল থানার পুলিশ তা গুরুত্ব ভাবে অনুসন্দ্বান চালায়,ঘটনার বিষয় রিপন দেবনাথ কে বিস্তারিত জানতে চাইলে সে তার পরিচয় দেয়,মৌলভীবাজার সদর উপজেলার ভুজবল গ্রামের মীর মোহন দেবনাথ এর ছেলে,সে গত বছর ঢাকায় বারডেম হাসপাতালেই ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনোলজিষ্ট হিসাবে মাষ্টার রুলে কমরত ছিল,এরই মাঝে শ্রীমঙ্গল থানাধীন শমশেরগঞ্জ বাজারে জনৈক ফয়ছল মনসুর সহিত রেডিয়েন্স ডায়াগনষ্টিক সেন্টার ব্যবসা শুরু করে,উক্ত ব্যবসা চলাকালীন সময়ে রিপন দেবনাথ বিভিন্ন লোকের কাছ থেকে অনেক টাকা ধার নেয়,পরে এসব টাকা পরিশোধ করতে পারেনি,ঐসব তথ্য ভিক্টিম রিপন দেবনাথ এর কথা অনুসারে চার লক্ষ টাকা ছিনতাই অনেক গড়মিল দেখাযায়,তাৎক্ষণিক ভাবে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচাজ ইয়াছিনুল হক সাবিক ততত্ত্বাবধানে অত্র থানার পুলিশ পরিদশক অপারেশন জনাব মশিউর রহমান এর নেতৃত্বে ভিকটিমের সাবিক বক্তব্য যাচাই কালে জানাযায় ভিকটিম রিপন দেবনাথ বিভিন্ন পাওনাদারদের টাকা পরিশোধের কথা বলিলে তাহা পরিশোধ না করিয়া উক্ত তারিখে ফয়ছল মনসুর এর ৬ লক্ষ টাকা ২১/৪/২১ তারিখ মৌলভীবাজার টাউনে দিবে বলে দায্য করে।এক পয্যায়ে কোন টাকা সংগ্রহ না করিয়া উক্ত স্তানে ৪০০০০০ লক্ষ টাকা ছিনতাই এর নাটক করে।পরবতী উপস্তিতিতে পাওনাদার ফয়ছল মনসুর এর সম্মুখে এ সাজানো ছিনতাইয়ের ঘটনাটির কারনে সে তার ভুল বুঝতে পারিয়া দুঃখ প্রকাশ করে,এবং নাটকিয় সাজানো ছিনতাই ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় মৌলভীবাজার বাসির মাঝে আতংকিত বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার অভিনেতা ছিনতাই নাটকের হুতা রিপন দেবনাথ মৌলভীবাজার বাসির কাছে চান,এবং ভবিষ্যতে আর এসব করবেন না বলে মৌলভীবাজার মডেল থানায় লিখিত স্বারকলিপি দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ