• Uncategorized

    দৌলতপুরে শান্তি সমাবেশ জনতার জনস্রোত 

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ৬:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম : কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ জনতার জনস্রোতে পরিণত হয়েছে।

    বুধবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর হাইস্কুল মাঠে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ’র নেতৃত্বে বিশাল এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

    দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সহ-সভাপতি শেলী দেওয়ান,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ হোসেন, জেলা আ’লীগের নেতা হাসানুল আসকার হাসু,যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক এ্যাড.নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় অনুষ্ঠানের সভাপতি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ নেতাদের উদ্দেশ্যে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।

    তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

    আরও খবর

    ইয়াবাসহ গ্রেফতার নবনির্বাচিত ইউপি মেম্বার

    দুই পক্ষের সংঘর্ষে গুলিবৃদ্ধ এক

    নতুন কারিকুলামে অসংগতি দূরীকরণ,পাঠ্য পুস্তক সংশোধনের দাবিতে বরিশালে মানববন্ধন 

    ধামইরহাটে দু্ই’শ অসহায় ও দুস্থরা পেল ঈদ সামগ্রী

    লালমতির আর্তনাদ তোরে জন্ম দিছি বাবা, দুধ খাইয়েছি বড় করছি, আমারে মারিস না’ বাবা।

    গাইবান্ধার পলাশবাড়ীতে বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু। সাগর আহম্মেদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৪ ইটভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বকুল মিয়ার মালিকানাধীন বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশের সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ: জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে আ: জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় ইট পরিবহন কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে শ্রমিকরা আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনসহ পাঁচজন নিহত হন। ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) নুর আলম বজ্রপাতে ৫ জন নিহতেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

                       

    জনপ্রিয় সংবাদ