• Uncategorized

    দেশের কাঁচাবাজারে দরদাম ক্রেতাদের নাগালের বাইরে

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২০ , ৫:১৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    মারুফ হোসেন-সদর থানা(যশোর) প্রতিনিধিঃ

    বর্তমানে দেশের কাঁচবাজারের দরদাম দেখে দেশের মানুষের মনে এক হতাশার চিহ্ন তৈরি হয়েছে,,,প্রতিটা জিনিসের দাম যনো ধরা ছোয়ার বাইরে,। যে আলু উৎপাদন করতে কৃষকের খরচ পড়ে কেজি প্রতি ৮.২৫টাকা।

    সেই আলু ২৫টাকা কেজিতে বিক্রি হচ্ছিল তা এখন বেড়ে ৬০টাকাতে দারিয়েছে,,,

    পেঁয়াজ -১০০টাকা

    পেঁপে    -৪০টাকা

    কাঁচামরিচ-২৫০/৩০০টাকা

    বেগুন – ৮০/১০০টাকা

    ইত্যাদি দাম যেনো তুলনাহিন ভাবে  বেড়েছে কাঁচাবাজার গুলোতে ব্যবসায়ীদের কাছে দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তারা বন্যা ও করোনা মহামারীর অজুহাত দিয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ