• Uncategorized

    পটুয়াখালীর রাঙ্গাবালী আগুনমুখা নদীতে স্পিডবোটের তলা ফেটে ০৫ যাত্রী নিখোঁজ

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৩:৫৪:২১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার  রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে ১৮ জন যাত্রী নিয়ে পারাপারের সময় স্পিডবোটের তলা ফেটে ০৫ জন যাত্রী নিখোঁজ হয়েছে ꫰ এবং ১৩ জন যাত্রী সাতরে তরে উঠতে সক্ষম হয়েছে ꫰

    অদ্য ২২ অক্টোবর রোজবৃহস্পতিবার ২০ ইং) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় আগুনমুখা নদীতে যাত্রীবাহী স্পীডবোট পারাপারের সময় ঢেউয়ের কবলে পড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

    ঘটনার সুএে যানাযায়,  ৫ জন নিখোঁজের মধ্যে একজন পুলিশ কনস্টেবল মহিবুল্লাহ, পটুয়াখালী কৃষি ব্যাংকের পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজ, আশা এনজিওর কর্মী কবির ও বাকি ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

    এবিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. আলী আহম্মেদ দৈনিক সমাচার  প্রতিনিধিকে জানায়, স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এবং উদ্ধার কাজ চলছে কিন্তু অন্ধকার, তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে অনুসন্ধান উদ্ধার তৎপরতা দুঃসাধ্য হয়ে পড়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ