• Uncategorized

    গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা-নেশাজাতীয় ইনজেকশনসহ আটক -২

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৬:৩২:৩২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মিজানুর রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

    সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ শত পিস নেশাজাতীয় অ্যাম্পলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।

    আটকৃত মাদক কারবারীরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার গয়ালমারা গ্রামের মৃত মেহের আলীর ছেলে রকিম আলী (৩৬) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামের মন্টুর স্ত্রী লাইলী খাতুম (৪৮)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি রওশন আলী বলেন, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনায় শুক্রবার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেখানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রকিম আলীকে আটক করা হয়।

    অপরদিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিচ নেশাজাতীয় অ্যাম্পলসহ লাইলী নামে এক নারীকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগন দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ও নেশাজাতীয় অ্যাম্পল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ