• Uncategorized

    দেড় লাখ করোনার ভ্যাকসিন এখন নারায়ণগঞ্জে

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ১২:০৮:১৫ প্রিন্ট সংস্করণ

    মাত্র কয়েকমাস আগে করোনার হটস্পট এবং এপিসেন্টার আখ্যা পেয়েছিল নারায়ণগঞ্জ।সকল প্রতিকূলতা কাটিয়ে অনেকটা সামলে উঠেছে নারায়ণগঞ্জ। গত ২তারিখে আসলো আরেকটি ভাল খবর। নারায়ণগঞ্জ জেলায় বরাদ্দকৃত ১ লাখ ৫৬ হাজার করোনার ভ্যাকসিন নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে। সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনা ফোকাল পারসন ডা.জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তারা ভ্যাকসিন বুঝে নেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা চিকিৎসার স্পেশালাইজড হাসপাতাল খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধিত ব্যক্তিদের মাঝেই শুধু এই ভ্যাকসিন দেয়া হবে। প্রশিক্ষণ পর্ব প্রায় শেষ পর্যায়ে, সব প্রস্তুতি শেষে কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।

    প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ সারা দেশে সনাক্ত ৩ জনের মধ্যে ২ জনই নারায়ণগঞ্জের। গত বছরের ২৯ মার্চ করোনায় বন্দরে এক নারীর মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, ২ ফেব্রয়ারি পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৫৫ জনের, জেলায় মোট করোনা শনাক্ত ৮ হাজার ৭৬৭ জন এবং সুস্থ হয়েছে ৮ হাজার ৫৩১ জন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ