• Uncategorized

    দর্শনা থানাধীন আকন্দবাড়িয়ায় বিজিবির মাদক বিরোধী অভিযানে আটক তিন

      প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ২:৪১:৪৩ প্রিন্ট সংস্করণ

    মো:রাশেদুল ইসলাম(রাশেদ)খুলনা বিভাগীয় ব্যুরো প্রতিনিধিঃ

    আজ ১৩/১০/২০২০ইং তারিখ রোজ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৫৮) এর সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ ৩জন আসামিকে আটক করেছে।

    আটককৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (মাঝপাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাজেদুল ইসলাম লালু (৩২) একই গ্রামের গাঙপাড়ার আলী আহাম্মদের ছেলে ইনামুল হক ইমাম (২৯) এবং রতন (৩৪)। রবিবার (১১ই অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় তাদেরকে আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত নিমতলা বিওপি’র সদস্যরা।

    বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিমতলা বিওপি’র হাবিলদার হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য দর্শনা-জয়নগর চেকপোস্ট সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

    এ সময় ওই সড়কের একটি কালভার্টের নিকট হতে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ আকন্দবাড়িয়া গ্রামের আপন দুই ভাই ইনামুল হক ইমাম ও রতনসহ একই গ্রামের অপর এক আসামি সাজেদুল ইসলামকে আটক করা হয়। আটককৃত আসামিদেরকে দর্শনা থানায় সোপার্দ করে আরও ৪জন পলাতক আসামিসহ মোট ৭জনের নামে বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ