• Uncategorized

    মতলব উত্তর এখলাছপুরে ইলিশ সম্পদ উন্নয়নে জন সচেতনামুলক সভা

      প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৩:১৬:৩০ প্রিন্ট সংস্করণ

     

    মতলব উত্তর উপজেলার এখলাছপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷
    গতকাল ২৫ মে মঙ্গলবার সকালে এখলাছপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এখলাছপুর ইউনিয়নের জেলে তালিকা হালনাগাত ও ইলিশ সম্পদ উন্নয়নে জনসচেতনামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন,প্রকৃত জেলেদের নাম অন্তর্ভুক্ত করে জেলে তালিকা হালনাগাত করা হবে এবং পুরাতন তালিকাও যাচাই- বাছাই করে একটি স্বচ্ছ জেলে তালিকা করা হবে ৷ তিনি সকল জেলেদের কে সরকারী নির্দেশ মেনে নদীতে মাছ ধরার আহব্বান জানান ৷

    আরোও বক্তব্য রাখেন, সহকারী মৎস কর্মকর্তা রাশেদুজ্জামান,এখলাছপুর ইউনিয়ন পরিষদের সচিব করিম আহমেদ দীপু, ইউপির পেনেল চেয়ারম্যান মো.আবু মুছা,ইউপি সদস্য মজিবুর রহমান,মো. জহির,মিন্নত আলী বেপারী,মো. জাহাঙ্গীর আলম,এখলাছপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কিবরিয়া, যুবলীগের সহ-সভাপতি মো. লিটন সরদার,ও এখলাছপুর ইউনিয়নের নিবন্ধিত জেলে সদস্যগন ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ