• সাহিত্যে

    ‘দক্ষিণা হাওয়া’ কলমে-কানিজ তানজিমা ববি

      প্রতিনিধি ২১ জুন ২০২২ , ১০:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ

    দক্ষিণা হাওয়া
    কলমে-কানিজ তানজিমা ববি

    দক্ষিণা বাতাসের বেগ দেখেছো?
    বর্ষার আগমনে নতুন পাতায় হিল্লোল তুলে
    পরিশ্রান্ত দেহালোকে
    একফোঁটা শান্তির অনির্বাণ শিখা
    কেমন ছুঁয়ে ছুঁয়ে যায়!

    পদ্মার জলে ছলাৎছল কলরবে
    পাখিদের কূজন আর কামিনীর সুবাসে
    কৃষ্ণচূড়াও আজি মন ভালো করার সঙ্গী হতে
    এসেছে ডালা সাজিয়ে মন ভালো রাখার
    অঙ্গীকার নিয়ে।

    প্রশান্ত মনে চলো গুণী পদ্মার ঢেউ
    ললাটে চুম্বন এঁকে চলো বেলোয়াড়ী হই।
    বেলীর সুবাসে সুবাসিত মনে
    পদ্মার ঢেউ দেখো পায়ে আছড়িয়ে পড়ে।

    এ এক অন্যরকম অনুভুতি,অন্য রকম ভালো লাগা
    দক্ষিণা বাতাসে মন করে উতলা
    ক্লেসহীন মনে তাই বাড়ি ফিরে চলা
    অষ্টে পৃষ্টে বেঁধেছে আমার দক্ষিণা হাওয়া।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ