• Uncategorized

    “তোমায় দেখিনা বহু দিন ধরে” কলমে-লেখা শাহ্ আলম

      প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৪:৫৭:৫৭ প্রিন্ট সংস্করণ

    কবিতা-তোমায় দেখিনা বহু দিন ধরে

    কলমে-লেখা শাহ্ আলম

     

    কেমন আছো?
    নিয়ম কইরা কি আমায় খুব মনে পরে?
    বড় জানতে ইচ্ছা করে

    আহ্ !

    তোমায় দেখিনা বহু দিন ধরে!
    এখনো কি প্রভাতে পথ দরিয়া

    আমার লাগিয়া থাকো তুমি দাঁড়িয়ে?
    তোমাদের ঔ টিনের চালার নিছে।

    করো কি অপেক্ষা?
    পথিক আসবে কখন এ নীড়ে।
    বড় জানতে ইচ্ছা করে।
    আহ্

    তোমায় দেখিনা বহুদিন ধরে।
    দুপুর হইলে কি মনে পরে?
    নিয়ম কইরা তোমার সাথে যে

    আলাপন হয়েছিলো ক্ষণে ক্ষণে।

    আমাদের সেই নিত্য দিনের আলাপ কি পরে মনে
    গোধূলি পেরিয়ে যখন সন্ধ্যা নামে
    আহ্ তোমার দেখি না বহু দিন ধরে।

    এখনো কি?
    আগের মতো নিয়ম কইরা সাজতে বসো?
    আমায় দেখাবে বলে।

    তোমার সেই মৃদু হাসি আছে কি ঠোঁটের কোনে।
    এখনো কি তোমার মেঘবরণ কালো চুলগুলো
    কপালে গড়িয়ে পরে।

    বড় জানতে ইচ্ছা করে
    আহ্ তোমায় দেখিনা বহু দিন ধরেণ?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ