• খুলনা বিভাগ

    তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাগেরহাট জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ।

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২১ , ৪:২৩:২৯ প্রিন্ট সংস্করণ

    নুরুজ্জামান সাকিব-খুলনা জেলা প্রতিনিধি:

    তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে সকাল ১১ টায় বাগেরহাট জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বয়ক ইঞ্জিনিয়ারঃ এটিএম আকরাম হোসেন তালিম তার বক্তব্যে বলেন দেশের এই ক্রান্তিলগ্নে এই অবৈধ সরকার সাধারণ জনগণের কথা চিন্তা না করে নিজেরা লাভবান হওয়ার জন্য তেল ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে।এসময় বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম গোরা বলেন রাজপথের বৃহত্তম আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার’কে পতনের মাধ্যমেই সকল সমস্যা সমাধান হবে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ড.শেখ ফরিদুল ইসলাম বলেন তেল, গ্যাস দ্রব্য মূল্যের উর্ধগতির কারণ এই সরকার জনবিচ্ছিন্ন সরকার তাই জনগণের দুর্ভোগ এই অবৈধ সরকার বোঝে না।

    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য
    সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু,ড.শেখ হাবিবুর রহমান,শেখ মিজানুর রহমান।বিএনপি নেতা হালিম পাটোয়ারী, জাহিদুল ইসলাম,শেখ ফিরোজ,আহসান হাবিব,মাস্টার মুজিবুর রহমান জোর্য়াদার,আমিরুল ইসলাম কুটি,কাজী ওজিয়ার,তরাফদার মোতালেব,মাসুদুর রহমান পিয়াল,গাজী শাহজালাল, ওয়াহিদুজ্জামান সাবু,ফেরদৌস জোয়ার্দার, আসাদ শেখ,মোস্তাইন সরদার টুটল শেখ।ছাত্রনেতা তরিকুল ইসলাম শোভন, আরিফ হাসান গাজনবী,মোফাজ্জেল হোসেন বাদল,সরদার মহাকবির,বাদশা শেখ,মেহরাব হাসান,দিপংকর দাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ