• Uncategorized

    তৃতীয় দিনের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায় ও দুঃস্থদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের সেহরি বিতরণ।

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২১ , ১০:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    ফাহিম হাসান সানি-বিশেষ প্রতিনিধি:

    পবিত্র মাহে রমজানে বৈশ্বিক করোনা মহামারিতে ঢাকায় অবস্থানরত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায়-দুঃস্থদের জন্য সেহরি-ইফতারের ব্যবস্থা করেছে ছাত্রলীগ। পুরো রমজান মাস জুড়ে সেহরি ও ইফতারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
    আজ তৃতীয় দিনের মত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

    এসকল কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, আহমেদ নাসিম ইকবাল, শেখ সাঈদ আনোয়ার সিজার, তানভীর হাসান সৈকত, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান বাবু, জামান শাহেদ, রবিন বাহাদুর ও রিন্টু বড়ুয়া।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ