• আইন ও আদালত

    তানোরে হিমাগারের বিরুদ্ধে প্রতারণার মামলা

      প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ১২:৪৬:৪৪ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীর তানোরের আলোচিত আল-মদিনা হিমাগার (সিডস্) মালিকের বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আল মদিনা সিডস্ হিমাগার মালিক পৌর কর ফাঁকি দিতে পৌরসভার ট্রেড লাইসেন্স জালিয়াতি করেছেন।এ ঘটনায় মেয়র ইমরুল হক বাদি হয়ে আদালতে হিমাগার মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। জানা গেছে, গত ২৩ জুন বৃহস্পতিবার মেয়র ইমরুল হক বাদি হয়ে দুই জনকে আসামি করে রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রড আমলী আদলত ১ এ ৪৬৮/৪৭১/৪২০ ও ৪১৯ ধারায় মামলা করেছেন। মামলায় কোল্ড স্টোর মালিক রাজশাহীর বোয়ালিয়া থানাধীন ঘোড়ামাড়া মহল্লার
    মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ হাসান (৪৫) এবং ম্যানেজার আশরাফুল হককে (৪৫) আসামি করা হয়েছে। স্থানীয়রা প্রতারণার অভিযোগে মালিক ও মানেজারের দৃশ্যমান কঠোর শাস্তির দাবি করে বলেন, স্টোর মালিক এখানো অনেক জমির মালিকের টাকা পরিশোধ করেনি। এমনকি এই স্টোরে নানা কারণে ৭ জন কর্মচারী মারা গেছে, তাদের পরিবারকে মালিক পক্ষ কিছুই দেননি।
    মামলার বিবরণে প্রকাশ, চলতি মাসের ৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ আল মদিনা সিডস্ হিমাগারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। ওই সময় হিগামারের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সন্দেহ হলে তা জব্দ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য তানোর পৌর মেয়র ইমরুল হককে নির্দেশ দেন। পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায় বিগত ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত লোল্ডিং ট্যাক্স ফাঁকি দিতে পৌরসভার ট্রেড লাইসেন্স জালিয়াতি করা হয়েছে।কিন্ত্ত এর পরেও মেয়র হিমাগার মালিক হাসান ও ম্যানেজার আশরাফুলকে একাধিক বার ডেকেও তাদের কাছে থেকে কোনো সাড়া না পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
    স্হানীয়রা জানান হিমাগার চালু হওয়ার পর নানা দূর্ঘটনায় ৭ জন কর্মচারী মারা যান। তার মধ্যে পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মমেনা আহম্মেদের জামাই সাহাবুল স্টোর কিপারে চাকরি করতেন।কিন্তু হিমাগারের ভিতর আলু বোঝাই ট্রাক চাপায় গুরুত্ব আহত হয়ে প্রায় ৮ দিন আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মমেনা আহম্মেদ বলেন তার জামাই হিমাগারের ভিতরে মারা গেছে, ক্ষতিপুরুণ দেবার প্রতিশ্রুতি দিয়েও তারা একটা টাকাও দেননি। ক্ষতিপুরণের কথা বলা হলে এখন তারা বলছে মানুষ কি সারা জীবন বেচে থাকবে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। তিনি আরো বলেন, শুধু তার জামাই না মারা গেছেন বেড়লপাড়া গ্রামের রফিকুল, গাগরন্দ গ্রামের আলাউদ্দিনসহ বিভিন্ন এলাকার ৭ জন নিহত হয়েছে।এবিষয়ে হিমাগার মালিক মোহাম্মদ হাসান বলেন, মাত্র ১১ হাজার টাকার ট্রেড লাইসেন্স নকল ছিল, এটার জন্য সব দায় ম্যানেজারের, আমি তাকে চাকরি থেকে বরখাস্ত করেছি। তিনি বলেন,আমি সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে থাকি, মাত্র ১১হাজার টাকার জন্য জালিয়াতি করব এটা কি আপনার বিশ্বাস হয়। তিনি আরো জানান মামলা হয়েছে জবাব দেওয়া হবে, যেটা সঠিক মনে করবেন আদালত সেটাতেই সন্তোষ প্রকাশ করবো। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, তাদের কাগজপত্র সন্দেহ হলে পৌর মেয়রকে যাচাই বাছাই করে জালিয়াতি প্রমান হলে মামলা করতে নির্দেশ দেওয়া আছে। এবিষয়ে তানোর পৌর মেয়র ইমরুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের কাগজপত্র জালিয়াতি প্রমান হওয়ায় মামলা করা হয়েছে। এবিষয়ে প্যানেল মেয়র আরব আলী জানান, আল মদিনা সিডস্ হিমাগারে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স মিলে ৫ লাখ ৮০ হাজার টাকার প্রতারনা করতেই জালিয়াতি করেন। তারা এত বড় ব্যবসায়ী হয়েও যদি কর লাইসেন্স জালিয়াতি করতে পারে তাহলে আরো কত কি জালিয়াতি করেছে বলা কষ্টকর। #

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ