• আইন ও আদালত

    তানোরে মসজিদ ঘর নির্মাণে বাধা ও মারপিট

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ৮:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) লালপুকুরিয়া গ্রামে মসজিদ নির্মাণে বাধা ও পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গত ১১ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ পর এঘটনা ঘটেছে। এ ঘটনায় শামসুল ইসলাম বাদি হয়ে তসলিম উদ্দিনসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির লালপুকুরিয়া গ্রামের তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদ ঘরের জায়গা জোরপুর্বক দখল করে আছে। গত শুক্রবার গ্রামবাসি জুম্মার নামাজ শেষে পুরাতন ঘর ভেঙ্গে নতুন করে
    মসজিদ ঘর নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যায়। এতে তসলিম বাধা দেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তসলিম উদ্দিন ও তার দুই পুত্র শামিম ও সালমান। তারা তিন বাপবেটা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। এতে ৩ জন আহত হয়। আহতরা হলেন কামাল উদ্দিন(৩৫), হাবিবুর রহমান(৫৫) ও নাজমুল ইসলাম লিমন(২৫)। এদের মধ্যে কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক সে তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় গ্রামবাসির মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।এদিকে থানায় অভিযোগ তসলিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে রাতে ফের লাঠিসোঁটা নিয়ে বাদির বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে বাদি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি কামরুজ্জামান মিঞা বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ