• সারাদেশ

    তানোরে পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণ, কাসাসহ তিন চোর আটক

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৮:০৯:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী তানোর উপজেলার মোহনপুর চাঁপাইনবাবগঞ্জ, তানোরসহ বিভিন্ন জায়গা থেকে পৌরসভার ঠাকুর পুকুর শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোর সিন্ডিকেটের গডফাদার পীর সাহেব (৫৫), নাজমুল (২৭), আজাহারকে (৪০) ৬ ভরি স্বর্ণ ও ৬ কেজি কাসার থালাসহ বিভিন্ন চুরির সরঞ্জামসহ পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম ও পুলিশ সুপার রাজশাহী ও সিনিয়র পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল সোহেল রানার তত্ত্বাবধানে তানোর থানার সুযোগ্য (ওসি) আব্দুর রহিমের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে ৬ ভরি স্বর্ণ অলংকার ৬ কেজি কাসার থালাসহ চুরির বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত পীর সাহেব তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তারপরও সে গোপনে এলাকায় ভাংড়ির ব্যবসার নামে স্বর্ণ ও কাসারথালা চুরি করে আসছিলো। তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তানোর থানায় চুরির মামলা হয়েছে। তিনি আরো বলেন চোর সিন্ডিকেট সহ মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। তানোর মাদকমুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ