• শিক্ষা

    ঢাবির ১৮ এবং উপাদানকল্প ও অধিভুক্ত কলেজের ৪৭ শিক্ষার্থী বহিষ্কার।

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৮:১৯:০৬ প্রিন্ট সংস্করণ

    পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮, অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৬ এবং উপাদানকল্পে পরিচালিত কলেজের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ঢাবি অধিভুক্ত ঢাকা কলেজের ১ জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে বহিস্কৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করা পরীক্ষা বাতিলসহ ১/২/৩ বছর পরীক্ষায় বসতে পারবেন না।

    অধিভুক্ত সরকারি সাত কলেজের বহিস্কৃত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ঢাকা কলেজের ১ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিভিন্ন মেয়াদে বহিস্কৃত ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে ইডেন মহিলা কলেজের ২ জন, সরকারি তিতুমীর কলেজের ৯ জন, সরকারি বাঙলা কলেজের ১ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২ জন, কবি নজরুল সরকারি কলেজের ১ জন রয়েছেন।

    উল্লেখ্য, অপরাধের জন্য অনুতপ্ত হয়ে কোনো শিক্ষার্থী উপাচার্য বরাবর শাস্তি হ্রাসের আবেদন করলে উপাচার্য বিশেষ বিবেচনায় শাস্তি এক বছর হ্রাস করতে পারবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ