• অর্থনীতি

    ডলারকে পেছনে ফেলে বিশ্বসেরা আফ/গান মুদ্রা

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৭:২০:৫২ প্রিন্ট সংস্করণ

    তাহমিদ ফেরদাউস-জেলা প্রতিনিধি:

    সামাজিক ও অর্থনৈতিক দুর্দশা, পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা এবং কট্টর ধর্মীয় শাসনের মধ্যেই চমক দেখাল আফ/গানি/স্তান। দেশটির মুদ্রা আ/ফ/গানি উঠে এসেছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রার তালিকায়। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে এই অর্জন করেছে দেশটি। সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

    ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় বাজারে লেনদেনের ক্ষেত্রে পাকিস্তানি রুপি ও ডলারের লেনদেন নিষিদ্ধ করার ঘোষণা দেয় কাবুল প্রশাসন। এ ছাড়া দেশের বাইরে ডলার নিয়ে যাওয়া এবং বৈদেশিক অনলাইন বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। কাবুল সরকারের এসব পদক্ষেপের ফলে ক্রমেই বাড়তে থাকে আফ/গানির মান। এতে অবদান রেখেছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাবুলের ক্রমবর্ধমান বাণিজ্যের পরিস্থিতিও।

    বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের বিপরীতে ২০২৩ সালের শেষ নাগাদ আফ/গানির মান ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মুদ্রা মানের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে আফগানি। আফ/গা/নিস্তানের মুদ্রার আগে মাত্র আর দুটি মুদ্রা রয়েছে—একটি কলোম্বিয়ান পেসো এবং অন্যটি শ্রীলঙ্কান রুপি।

    তথ্যসূত্র: ব্লুমবার্গ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ