• Uncategorized

    ঘুমের ঔষধ খাইয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

      প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ২:৩১:৪৫ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি

    খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে প্রতারণা চক্রের সদস্যরা এক পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,গত সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং) তারিখে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসাম পুর গ্রামের ওমবার প্রামাণিকের বাড়িতে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে প্রতারণা করে নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা এবং স্বর্ণালংকার ও রৌপ্যলংকার লুট করে নিয়ে যায় প্রতারণা চক্রের সদস্যরা। এ ঘটনায় ঐ পরিবারের ৪ সদস্য সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা হলেন, নাজিরগঞ্জ ইউনিয়নের কিয়াম উদ্দিন প্রামাণিকের ছেলে ওমবার প্রামাণিক (৫৫), ওমবার প্রামাণিকের স্ত্রী আলেয়া বেগম (৪৫), ছেলে আলাল (২৬) ও আসাদ (১৯)।ওমবার প্রামাণিকের ছেলে আসাদ জানান, রাতে মাছ ভাত খাওয়ার পর থেকেই মাথা ব্যাথা শুরু হয়।এর পরে আমার রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে লোকজনের চেঁচামেচি ও ডাকা ডাকির পরে চোখ খুলে দেখি বাবার রুমে আছি। তারপরে হাসপাতালে ভর্তি করে এলাকার লোকজন। ওমবার প্রামাণিকের স্ত্রী আলেয়া বেগম বলেন,ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়ি, এরপরে হাসপাতালে আর কিছুই বলতে পারিনি, কি হয়েছে। ওমবার প্রামাণিক জানান, আমার ছেলে আসাদের কাছে শো কেসের ডয়ারের ও সাফ বাক্সোর চাবি থাকতো। সকালে দেখি ঘরের টিন কেটে আমার ব্যবসার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।এ ঘটনায় সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান বলেন, হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সাথে একাধিকবার কথা বলেছি, মামলার প্রস্তুতি চলছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ