• Uncategorized

    কুষ্টিয়ার উওর আমলাপড়ায় ফুটপাত ও রাস্তা দখল করে ইট ও বালি ব্যবসা

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ৪:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়ার উওর আমলাপড়ায় ফুটপাত ও রাস্তা দখল করে ইট ও বালি ব্যবসা কুষ্টিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের উওর আমলাপাড়ার পূর্ণ বাবুর ঘাট ও নদী বাদের গুরুত্বপূর্ণ এ সড়কে ইট বালু দিয়ে দখল করে রাখা হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটা রাস্তার ফুটপাত না নিজস্ব আঙ্গিনা। কারণ ইট বালু রাস্তার পাশে রাখার কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। তেমনি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি এলাকাবাসী বলেন, মৃতঃ সেকেন আলীর পুত্র জিন্নাহ আলী নদী বাধ এলাকা দখল করে ইট বালির ব্যাবসা করে আসছে প্রভাবশালী স্থানীয় এক নেতার ছত্রছায়ায় ও জাফর আলী পূর্ণ বাবুর ঘাট দখল করে ইট বালির ব্যাবসা করে আসছে স্থানীয় প্রভাবশালীর ছত্রছায়ায়, বর্তমানে এই রাস্তায় চলাচল করা খুবই দুস্কর। রাস্তায় ইট বালু রাখায় বাতাস হলেই বালি উড়তে থাকে। যা রাস্তায় চলাফেরা মানুষের নাকে মুখে ঢুকে। এতে রোগ জীবাণুর সংক্রমণ বাড়ে।এলাকাবাসী আরও বলেন, ইট বালু দিয়ে রাস্তার পাশ আটকে রাখায় চলাচলের দুর্ভোগে পড়ছে পথচারীরা।এ বিষয়ে কর্তৃপক্ষকে কঠোর ভূমিকা নেয়া প্রয়োজন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ